ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচে সাত উইকেটের জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে দর্শক গ্যালারিতে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হক পাপনকে ফোন করেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে টেলিফোন আলাপে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের সাহারা কাপ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।