ঢাকা, ৩০ নভেম্বর: সাভারের নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ও চট্টগ্রামে ফ্লাইওভার ভেঙে হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উভয় ঘটনায় নিহতদের পরিবারকে দেয়া হবে ২ লাখ টাকা করে এবং আহতরা ৫০ হাজার টাকা করে পাবেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ অর্থ দেয়া হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ অর্থ সহায়তা দেয়া হবে।
এর মধ্যে সাভারে পোশাক কারখানায় আগুনে নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তাদের পরিবার ২ লাখ টাকা করে পাবেন। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে।
চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার ভেঙে নিহতের পরিবার ও আহতদেরও একই অনুপাতে অর্থ সাহায্য দেয়া হবে বলে জানান তিনি।
গত ২৪ নভেম্বর নিশ্চিন্তপুরে আগুনে ১২৪ পোশাককর্মীর মৃত্যু হয়, যাদের মধ্যে ৫৩ জনের পরিচয় পাওয়া যায়নি। একইদিন চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে নিহত হয় ১৫ জন।