প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হচ্ছে। সরকারের পাশাপাশি এনজিওসহ বিভিন্ন সংগঠন এইডস সচেতনতা তৈরিতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। এইডস দিবসে এবারের স্লোগান হচ্ছে- ‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু : নয় একটিও নয় আর। বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’।
বাংলাদেশে গত এক বছরে এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৩৮ জন, আর এইডস রোগী বেড়েছে ১০৩ জন। এছাড়া এইডসে মারা গেছেন ৬৫ জন। বিশ্ব এইডস দিবসে শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৮৯ সালে দেশে এইডস ধরা পড়ার পর এই পর্যন্ত ১ হাজার ২০৪ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়কালে এইচআইভি আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৭১ জন।
এইডসে এই পর্যন্ত দেশে ৩৯০ জনের মৃত্যু হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস।
সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এদিকে দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংস্থা এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও পথযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।