ঢাকা, ডিসেম্বর ০১,(বার্তা ৭১ ডটকম)-দুই কার্টন ও এক বস্তা ফেনসিডিল ও একটি রিভলবারসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাভেদ ইমামকে (৩০) গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে সাতটায় নিউ মার্কেট পেট্রল পাম্পের সামনে থেকে সার্জেন্ট মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
আজ রাত সাড়ে নয়টায় নিউ মার্কেট থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বার্তা ৭১ ডটকমকে বলেন, তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাছাড়া তার সঙ্গে একটি গুলিভর্তি পিস্তলও ছিল।
ম্যাজিস্ট্রেট জাভেদ ইমাম সাংবাদিকদের বলেন, সুমন নামের যশোরের এক ব্যক্তির দেয়া ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে ফেনসিডিলের চালনটি ঢাকায় নিয়ে আসি। আমি ফেনসিডিল আসক্ত না এবং ব্যবসায়ীও না। এটাই প্রথম চালান। উদ্বার করা বিভলবার সম্পর্কে তিনি বলেন, এটা লাইন্সেস করা রিভলবার।
আটক জাভেদ ইমাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি ২০০৮ সালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি কুষ্টিয়া ও যশোরে কর্মরত ছিলেন। তাকে সিনিয়র সহকারি জজ হিসেবে ভোলায় বদলি করা হয়েছে। তার বাবার নাম অ্যাডভোকেট খালেদ ইমাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপির জনসংযোগ শাখার উপ কমিশনার হাজী মাসুদুর রহমান, সহকারী কমিশনার রবিউল ইসলাম ও নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।