ঢাকা, ০২ ডিসেম্বর : পদ্মা বহুমুখী সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান অগ্রগতি জানতে কমিটির সঙ্গে আলোচনা করতে রবিবার বিকেলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসছে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল।
বিশেষজ্ঞ প্যানেলের সফর ও আলোচনার মধ্যে দিয়ে পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দিকে আরো একটি ধাপ অতিক্রম করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।
তিনি বলেন, এ প্যানেলের সঙ্গে কাজ করতে দুদকের কোনো সমস্যা হবে না। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির চেষ্টা, অভিযোগ বা ষড়যন্ত্র হওয়ার প্রমাণ পেলেই মামলা করা হবে। তারপরে তদন্ত করে দুর্নীতির প্রমাণ ও অপরাধীদের চিহ্নিত করে চার্জশিট দেওয়া হবে। এটি একটি র্দীর্ঘ প্রক্রিয়া।
তিন মহাদেশ থেকে তিন বিশেষজ্ঞ ইতিমধ্যেই ঢাকা পৌঁছেছেন। তবে এখন পর্যন্ত দুদকের সঙ্গে তাদের আলোচনার সময়সূচি জানানো হয়নি।
উল্লেখ্য, দ্বিতীয় সফরে এ প্যানেল, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি পর্যালোচনা করবেন।
প্যানেল প্রধান (আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর) লুইন মরেনো অকেম্পো। অন্যরা হলেন, চীনের (হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্বাধীন দুর্নীতি বিরোধী কমিশনের সাবেক কমিশনার) টিমোথি তং এবং যুক্তরাজ্যের (গুরুতর প্রতারণা প্রতিরোধ বিষয়ক অফিসের সাবেক পরিচালক) রিচার্ড অলডারম্যান ।