ঢাকা, ২ ডিসেম্বর : ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পে ২১০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে জাপান।
এর মধ্যে চলতি ২০১২-১৩ অর্থবছরেই ১৩ কোটি ৩০ লাখ ডলার পাওয়া যাবে বলে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এমআরটি প্রকল্পের অন্তর্ভুক্ত মেট্রো রেল, যা উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে।
অর্থমন্ত্রী রবিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোশিমার সঙ্গে বিকেলে আমার বৈঠক হয়েছে।
রাষ্ট্রদূত আমাকে জানিয়েছেন, তার দেশের সরকার আমাদের এমআরটি প্রকল্পে দুশ’ ১০ কোটি ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার সরকারের ওই সিদ্ধান্তের কথা জানাতেই রাষ্ট্রদূত আমার কাছে এসেছিলেন।
এমআরটি প্রকল্পের কাজ চলতি অর্থবছরে শুরু করে ২০১৭ সালের মধ্যে শেষ করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, মোট ২৭০ কোটি ডলারের এই প্রকল্পে বাকি অর্থ সরকার নিজস্ব উৎস থেকে সংস্থান করবে।
এমআরটি ছাড়াও তিনটি প্রকল্পে জাপান ৮০ কোটি ডলারের বেশি ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। প্রকল্প তিনটির মধ্যে দুটি বিদ্যুৎ খাতের, অন্যটি স্বাস্থ্য খাতের।
ভেড়ামারা কম্বাইন্ড পাওয়ার সাইকেল প্লান্ট প্রকল্পের জন্য জাপান দেবে ৪৬ কোটি ৭০ লাখ ডলার। ন্যাশনাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন প্রজেক্টে দেবে ২৩ কোটি ৮০ লাখ ডলার।
স্বাস্থ্য খাতের উন্নয়নে ১০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।