সাভার, ০৩ ডিসেম্বর : সাভারে ফের পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
শ্রমিক সূত্র জানায়, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডে আল মুসলিম গ্রুপ লিমিটেড নামে নয় তলা ভবনটির চার তলায় আগুন লাগে। এ সময় স্থানীয়দের চেষ্টায় দলকল বাহিনী ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ঘন্টাখানেকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।