ঢাকা, ০৩ ডিসেম্বর : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে সোমবার সমাবেশ করার ঘোষণা দিলেও অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণে তাদের অনুমতি দেয়া হয়নি।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে, জামায়াত-শিবির বিক্ষোভের নামে রাজধানীতে নাশকতামূলক কর্মকান্ড চালাতে পারে। তাই তাদের অনুমতি দেয়া হবে না।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। ১৪৪ ধারা ভঙ্গ করলে জামায়াতকে কঠোর হস্তে দমন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের দাবি একই স্থানে জামায়াত ইসলামী ও সরকার সমর্থকরা সমাবেশ আহ্বান করায় দেশের কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে বগুড়া সদর, লক্ষ্মীপুরের রায়পুর, নোয়াখালীর চৌমুহনী এবং সিলেটের বিশ্বনাথ, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও কানাইঘাট উপজেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জামায়াত-শিবিরের সমাবেশ ঘিরে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিশেষ করে বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকাকে ঘিরে বড় রকমের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।