সাভার, ০৩ ডিসেম্বর : আশুলিয়ায় ফের পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। তাজরিন ফ্যাশনসে আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সোমবার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ ঘটনায় আব্দুল্লাহপুর-বাইপাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানায়, সকালে আগুনে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরে তাদের সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় সকাল থেকে আব্দুল্লাহপুর-বাইপাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, বেশিরভাগ কারখানায় আজও ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে রবিবারও বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।