ঢাকা : বিজয়ের মাস উপলক্ষ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বিজয়ের মাসের শুভ সূচনা করলেন তিনি।
সোমবার সকালে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। সে সময় তার সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগি ও অঙ্গসংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপরই শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের নেতাকর্মীরা।
ভোর থেকেই বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় জমান। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এছাড়া আজ বিকাল তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত বিজয়মঞ্চে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করবেন, সৈয়দা সাজেদা চৌধুরী।
এছাড়াও মাসব্যাপী সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিজয় উৎসব পালন করবে। আর এতে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম।
এ উপলক্ষে মাসব্যাপী সারা দেশে বিজয় দিবস ভিত্তিক চলচ্চিত্র, গান, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত করা হবে বলেও জানান বিজয় উদযাপন কমিটির সমন্বয়ক মোহাম্মদ নাসিম।