ঢাকা, ০৩ ডিসেম্বর : রাজধানীর পল্টন, রমনা, কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী এলাকা থেকে ৬৭ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা এলাকায় এক ঝটিকা মিছিল থেকে হামলা চালিয়ে প্রায় ১৫টি গাড়ি ভাঙচুর ও কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত কর্মীরা। এছাড়াও টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে তারা।
সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ না করতে পেরে জামায়াত ও শিবির রাজধানীর মহাখালী, মিরপুর, লালবাগ, উত্তরা ও নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে।
এরপর পুলিশ নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দিয়ে ঝটিকা অভিযান শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীতে পুলিশ বিভিন্ন স্থান থেকে মোট ৬৭ জনকে আটক করেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, আটককৃতরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে তাদের আটক করা হয়। সন্ধ্যা পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, কারওয়ান বাজার এলাকা থেকে ২০ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, রমনা এলাকা থেকে ২০ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম আবুল কাশেম ঝটিকা মিছিল থেকে গাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগে ৩ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বিকাল ৩টায় রাজধানীর পল্টনে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে মহানগর জামায়াত।
পুলিশ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে তাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। এর প্রতিবাদে জামায়াত মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।