ব্রাহ্মণবাড়িয়া, ০৪ ডিসেম্বর: ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ডাকা হরতালের সময় পুলিশের একটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় পুলিশের খাবারবাহী ওই গাড়িতে পিকেটাররা অতর্কিত হামলা চালায়।
এসময় গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। পিকেটারদের হামলায় কয়েকজন পথচারী আহত হয়। পুলিশ বিজয়নগর উপজেলা থেকে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় ২ শিবির কর্মীকে আটক করেছে।
এছাড়া কসবা উপজেলায় ভোরে ৩ শিবির কর্মীকে আটক করেছে। কসবায় ১২৯ জামায়াত শিবির নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলা পর্যায়ে বেশির ভাগ নেতা কর্মীকেই মামলায় আসামি করা হয়েছে। হরতালকালে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরে সীমিতি আকারে যানবাহন চলাচল করছে। শহরে কোন পিকেটিং নেই। তবে জেলার সবক’টি উপজেলায় জামায়াত নেতাকর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।