ঢাকা, ৪ ডিসেম্বর: পোশাক শ্রমিকদের প্ররোচিত করে গার্মেন্টসে আগুন দেওয়ায় লিপ্ত নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে নিহতদের পরিবারের কাছে আর্থিক সহায়তার চেক প্রদানকালে তিনি এ কথা বলেন। নিহত ৪৩ জনের পরিবারকে ৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ, শ্রম মন্ত্রণালয় ১ লাখ, বিজিএমইএ ১ লাখ, বিএবি ১ লাখ এবং বিদেশি ক্রেতাসংস্থা লিয়েঙফাঙ এর তরফ থেকে ১ লাখ করে টাকা দেওয়া হয়।
গত ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের আগুন লেগে ১১১ জনের প্রাণহানী ঘটে। এতে আহত হয়েছে আরো দুই শতাধিক।