বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপিসহ বিরোধী দলের আহ্বানে হরতালে বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায়।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জামায়াত-শিবির কর্মীরা ১৩টি গাড়ি ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করে। ভাঙচুর ও অগ্নিসংযোগকালে ঘটনাস্থল থেকে পুলিশ ৬৯ জন পিকেটারকে আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা করে বুধবার আদালতে পাঠানো হবে।
jamat sebir rajakar der a deshe thakar khono odikar nai.
tara amader desher shotro , jatirj shotro , oder Sokol kajjokrom nisiddo kora dorkar . r a deshe Mosel miting hortal korar moto ora ke ?
Oder protti khajjo kormo e sontrash , ora desh o drohi . jamat sebir ke soba somabes Mosel mitting hortal korte dhdkle e gule kora uchet.