ঢাকা, ০৫ ডিসেম্বর : চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের সময়সীমা দু’বছর বাড়ানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবারে একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি অন্তবর্তী নির্দেশ দেয়।
আদেশে হাইকোর্ট বলেছে, মুক্তিযোদ্ধাদের চাকরিতে বয়সসীমা বাড়ানোর পাশাপাশি তাদের সন্তানদের নির্ধারিত যে কোটা, সে কোটা পূরণ না হলেও অন্য কাউকে সেখানে নিয়োগ দেওয়া যাবে না, যানবাহনে মুক্তিযোদ্ধাদের জন্য হ্রাসকৃত ভাড়া নেওয়ার ব্যবস্থা করতে হবে, হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে।
এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য যে ভাতা সরকার দেয় তাও বাড়াতে হবে। আইন করে এসব বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে সিদ্ধান্ত নিতে বলেছে হাইকোর্ট।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মুক্তিযোদ্ধাদের জন্য এসব সুবিধা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করে। এরপর হাইকোর্টের অন্য আরেকটি বেঞ্চ গত ১০ জানুয়ারি এ বিষয়ে একটি রুল জারি করে। সেই বেঞ্চ থেকে পরে আবেদনটি বর্তমান বেঞ্চে স্থানান্তরিত হয়।
বাদী পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও জামাল উদ্দিন শিকদার। সরকার পক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।