ঢাকা, ৫ ডিসেম্বর: রাজধানীর রমনা থানায় নারী কেলেঙ্কারির ঘটনার দায় অস্বীকার করে রমনা থানায় আটক বিশিষ্ট সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেছেন, জিনাতের সঙ্গে আমার এক বছর ধরে সম্পর্ক রয়েছে । কিন্তু সে দুশ্চরিত্রা হওয়ায় তাকে বিবাহ করা সম্ভব হয়নি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জিনাত কবীর নামে তার এক গার্ল ফ্রেন্ড থানায় এসে অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তার ইস্কাটন রোডের বাসায় গিয়ে ইমনকে গ্রেপ্তার করে। এ সময়ে তার বাসা থেকে পুলিশ তিন বোতল মদ একটি বিদেশী ইয়ার গান, নয়টি ইয়াবা ট্যাবলেট ও বেশ কিছু যৌন উত্তেজক জেল উদ্ধার করে।
পরে ইমন পুলিশকে জানায় জিনাতের সঙ্গে আমার প্রায় এক বছর ধরে সম্পর্ক রয়েছে। সে আগে থেকেই দুশ্চরিত্রা। বিভিন্ন সময়ে ইন্টারনেটে সে অশ্লীল ছবি ছেড়েছে। এতে আমি তাকে বাধা দিয়েছি কিন্তু সে আমার কথায় কর্ণপাত না করায় আমি তাকে বিয়ে করতে পারিনি। এ ঘটনায় ইমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। জিজ্ঞাসা শেষে পুলিশ ইমনকে থানা হাজতে রেখেছে আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে তিনি জানান ।
উল্লেখ্য, বুধবার দুপুরে রমনা ইস্কাটন রোডের বাসা থেকে পুলিশ সংগীত পরিচালক শওকত আলী ইমনকে মাদক দ্রব্য ও অস্ত্রসহ আটক করে। তার গার্ল ফ্রেন্ড জিনাত কবীর অভিযোগ করেন গত এক বছর ধরে ইমন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল তাকে বিভিন্ন সময়ে সে মারধোরও করত ।