যে কোনো মূল্যে ইলিয়াস আলীকে ফিরে পেতে চান তার স্ত্রী তাহসিনা রুশদির লুনা । এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন।স্বামী নিখোঁজ হওয়ার পর ১৩ দিনেও তার সন্ধান না পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
সোমবার সকাল ১১টায় বনানীতে নিজেদের বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার সন্তানেররা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনায় রয়েছে। তাদের স্কুলেও পাঠানো যাচ্ছে না। যে কোনো মূল্যে আমি আমার স্বামীকে ফেরত চাই।”
“প্রধানমন্ত্রী যদি সুযোগ করে দেন, তাহলে আমরা পরিবারের সদস্যরা আমরা তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চাই”, যোগ করেন তিনি।
ইলিয়াসকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ধীরে ধীরে কমে আসছে অভিযোগ করে রুশদীর বলেন, সর্বশেষ তিন দিন আগে তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তদন্তে থাকা কর্মকর্তারা। এরপর আর কেউ এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করেননি।
ইলিয়াস আলীর দুই ছেলে ও এক মেয়েও সংবাদ সম্মেলনে মায়ের পাশে উপস্থিত ছিলেন।
সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তাদের উদ্ধারে র্যাব ও পুলিশ পূবাই, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চাললেও খোঁজ মেলেনি এই বিএনপি নেতার।
বিএনপির অভিযোগ, সরকারই ইলিয়াসকে ‘গুম’ করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববার থেকে বিএনপির ডাকে সারা দেশে ফের দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।