রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় শরিফ উদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শুক্রবার ভোররাতে বাংলাদেশ বেতার রাজশাহীর সমপ্রচার কেন্দ্রের দায়িত্বপালন অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় শরিফ উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে। বর্তমানে আরো সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মতিহার থানা পুলিশ জানায়, ভোর রাত সাড়ে তিনটার দিকে পুলিশ কনস্টেবল শরিফ উদ্দিন ধরমপুর এলাকায় অবস্থিত রাজশাহী বেতার কেন্দ্রের গেটে একাই দায়িত্বপালন করছিলেন। এসময় অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসী শরিফ উদ্দিনকে এলোপাতারি ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মতিহার জোনের এসি আবুল হাসনাতের নেতৃত্বে ভোরে ধরমপুর এলাকায় অভিযান শুরু হয়। এ সময় বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
অভিযান পরিচালনাকালে এক সন্ত্রাসী এসি হাসনাতকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে কমিশনার এস এম মনির-উজ-জামান জানান, ভোররাতে অজ্ঞাত সন্ত্রাসীরা পুলিশ কনস্টেবলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। জামায়াত-শিবিরই যে এ হামলা ঘটিয়েছে তা অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।