যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, জনজীবনের দুর্ভোগ নিরসনসহ বিভিন্ন দাবিতে ১৮ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) বামপন্থি দলগুলো।
শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এ হরতালের এ ঘোষণা দেওয়া হয়।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করার পাশাপাশি তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত গার্মেন্টসের মালিকসহ অন্যান্য কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতেও এ হরতাল আহ্বান করা হয়েছে।
এদিকে একই দাবিতে আগামী ১৫ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।