তৃতীয় ওয়ানডে হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। তবে বুধবারের হতাশা ভুলে সামনের দিকে তাকাতে চায় ২-১ ব্যবধানে এগিয়ে থাকা া স্বাগতিকরা। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চর্তুথ ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ অনুশীলন করলেও বিশ্রাম নিয়েছে বাংলাদেশ দল। হোটেলে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিন নবাগত সোহাগ গাজী, আনামুল হক ও মমিনুল হক। তিন জনেরই বিশ্বাস, শুক্রবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গীর সমাধান হয়ে এসেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আনামুল হক। তামিমের প্রশংসা করে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক শতক করা আনামুল বলেন, “অন্য প্রান্তে তামিম ভাই থাকলে ব্যাট করা অনেক সহজ হয়ে যায়। ব্যাটিংয়ের সময় তার পরামর্শ আমাকে ভালো খেলতে সাহায্য করে।” “বুধবার হেরে গেলেও আমরা হতাশ নই। সিরিজ জেতার সুযোগ এখনো আছে। শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে শুক্রবারই সিরিজ জয় নিশ্চিত করতে চাই,” যোগ করেন তিনি। সোহাগ-আনামুলের মতো মমিনুলেরও অভিষেক হয়েছে এই সিরিজ দিয়ে। বুধবার মাত্র ১২ রান করে আউট হয়ে যাওয়া প্রসঙ্গে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, “তৃতীয় ওয়ানডেতে বাজে শট খেলে আউট হয়েছি। আগেই শট খেলে ফেলায় শর্ট কাভারে সহজ ক্যাচ উঠে গেছে। মিরপুরে বড় ইনিংস খেলতে হলে ধৈর্য্যরে পরীক্ষা দিতে হবে। বুধবার স্যামুয়েলস যেভাবে খেলেছে আমাদেরও সেভাবেই খেলতে হবে।”