দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে রয়েছে একটি গতিশীল বেসরকারী খাত। সৃষ্টিশীলতা, সময়োপযোগী খাপ খাওয়ানো ও ঝুঁকি মোকাবেলায় দক্ষ হিসেবে এ খাতটি বিশ্বের স্বীকৃতি অর্জন করেছে।
শুক্রবার সকালে হোটেল রূপসী বাংলায় পিপিপি গ্লোবাল ইনভেস্টরস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে সরকার বেসরকারি খাতের সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগাতে চায়।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির মাধ্যমে উন্নয়নের নতুন যুগের সূচনা হবে- এমন আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তার সরকার এ ধরনের উদ্যোগে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী গত কয়েক বছরে অর্থনীতি ও বাণিজ্যবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের বিষিয়গুলো তুলে ধরেন এবং দেশের সম্ভাবনার কথা বিনিয়োগকারীদের জানানোর তাগিদ দেন।
তিনি বলেন, দেশে বাণিজ্য বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জানানোর এটাই উত্তম সময়। বিজয়ের মাস ডিসেম্বরে এ সম্মেলনের আয়োজন করায় পিপিপি অফিস ও বিনিয়োগ বোর্ডকে ধন্যবাদ জানান তিনি।
গত কয়েক বছরের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ জন্য আমরা গর্বিত।
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, এ সম্মেলনে নীতিনির্ধারক, বাস্তবায়নকারী, উন্নয়ন অংশীদার, ঋণদাতা ও বিনিয়োগকারীরা পিপিপি প্রকল্প গ্রহণের লক্ষ্যে সুনির্দিষ্ট সুপারিশ করবেন। যেগুলো পিপিপি কর্মসূচিকে আরো কার্যকর করতে অবদান রাখবে।
অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, এফবিবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজদ, বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন, এডিবির বাংলাদেশ প্রতিনিধি তেরেজা খো, আইডিবির প্রতিনিধি ইকবাল করিম, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।