বার্তা৭১ডটকমঃ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ম ও শেষ ওয়ানডেতে ২১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শুরুর বিপর্যয়ের পর অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৯১ রানের জুটি গড়ার পর আউট হয়েছেন সহ অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে ৬ উইকেট হাতে নিয়ে জয় থেকে মাত্র ৯৭ রান দূরে আছে টাইগাররা।
২১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়ে আগের দিনের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে এরপরই অধিনয়াক ও সহ অধিনায়কের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
বাংলাদেশের ইনিংসের শুরুতেই আঘাত হানেন ক্যারিবিয় পেসার কেমার রোচ। দলীয় ও ব্যক্তিগত ৮ রানে তামিমকে বোল্ড করেন রোচ। এর ১ রান পরেই এনামুল হক বিজয়কেও ফেরান তিনি।
তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিম যখন জহুরুল ইসলামকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছেন, তখন আবার রোচের আঘাত। এবার নাঈম ইসলামের জায়গায় দলে ঢোকা জহুরুলকে উইকেটরক্ষক টমাসের ক্যাচ বানান রোচ।
আউট হওয়ার আগে ২১ বলে ১ চারে ১০ রান করেন জহুরুল। দলীয় ৩০ রানের মাথায় ভেঙ্গে যায় ২১ রানের তৃতীয় উইকেট জুটি।
অধিনায়ক মুশফিক ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আবারও গতকালের মতো বিপর্যয় সামাল দেন। এই দুজন ৪র্থ উইকেটে যোগ করেন ৯১ রান।
২১ তম ওভারে দলীয় ১২১ রানের মাথায় সুনীল নারাইনের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ। তবে তার আগে ৪২ বলে ৭ চারে ৪৫ রান করেন এই সহ-অধিনায়ক।
এর আগে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খুলনায় যথাক্রমে ৭ উইকেট ও ১৬০ রানের বড় ব্যবধানে জয়ী হয় বাংলাদেশ। তবে মিরপুরে তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে যথাক্রমে ৪ উইকেট ও ৭৫ রানে জয়ী হয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজে ২-২ সমতা থাকায় ৫ম ও শেষ ম্যাচটি পরিণত হয় অলিখিত ফাইনালে। এই ম্যাচ যে দল জিতবে, ৩-২ ব্যবধানে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ যাবে তাদের ঘরেই।
এর আগে শনিবার দুপুরে অলিখিত ফাইনালে টসে জিতে ক্যারিবিয়দের ব্যাটিংয়ে পাঠিয়ে ৪৮ ওভারে মাত্র ২১৭ রানে অলআউট করে বাংলাদেশ।
ক্যারিবিয় হার্ড হিটার ব্যাটসম্যান কাইরান পোলার্ড মাত্র ৭৪ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৫ রান করেন। ড্যারেন ব্রাভো ১০৮ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান।
৪র্থ উইকেটে পোলার্ড-ব্রাভোর ১৩২ রানের জুটিই মূলত উইন্ডিজকে মাঝারি স্কোর গড়তে সাহায্য করে।
বাংলাদেশের পক্ষে মাশরাফির ইনজুরির সুযোগে মাঠে নামা পেসার শফিউল ইসলাম ৯ ওভারে ৪ মেডেনসহ ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। মাহমুদউল্লাহ ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৩৮ রানে পান ২ উইকেট।
একমাত্র স্পেলে মাত্র ২ ওভার বল করে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মমিনুল হক। ১টি উইকেট পান সোহাগ গাজী।
শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে দু’টি পরিবর্তন এসেছে। অলরাউন্ডার নাঈম ইসলামের জায়গায় দলে এসে ব্যাটসম্যান জহুরুল ইসলাম। আর ইনজুরির কারণে পেসার মাশরাফির জায়গায় খেলছেন আরেক পেসার শফিউল ইসলাম।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন আছে। অলরাউন্ডার ডোয়াইন স্মিথের জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
বাংলাদেশে খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও বাংলাদেশ টেলিভিশন।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, এনামুল হক, জহুরুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), নাসির হোসেন, সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি ও শফিউল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রিস গেইল, কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), ডেভন টমাস (উইকেটরক্ষক), ভিরাসামি পেরমল, সুনীল নারাইন ও কেমার রোচ।