ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার দুপুর ২টায় গুলশানের এক বাসায় এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠক শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যারিস্টার মওদুদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
উল্লেখ্য, রোববারের হরতাল চলাকালে সচিবালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণ, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও ও শাহবাগ থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
এ দুটি মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সংরক্ষিত আসনের এমপি আশিফা আশরাফী পাপিয়া, সাবেক ভূমি উপমন্ত্রী রহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, জাতীয় যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ।
রোববার হরতাল চলাকালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে
মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোট নেতাদের নামে রোববার রাত ও সোমবার সকালে দু’টি মামলা দায়েরের প্রেক্ষাপটে খালেদা জিয়া এ জরুরি বৈঠক ডাকেন।