ঢাকা, ১০ ডিসেম্বর: অবরোধ কর্মসূচিতে হামলায় চারজন নিহত, চারশতাধিক আহত ও ছয়শতাধিক নেতাকর্মী আটক হওয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। রবিবার রাতে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। এছাড়া আগামীকাল মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
মির্জা ফখরুল অভিযোগ করেন, রবিবারে বিএনপির অবরোধ কর্মসূচিতে পুলিশি বাধায় চারজন নিহত, চার শতাধিক আহত ও ছয়শতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে ১১ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে ১৮ দল। এছাড়া আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় বেলা তিনটায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হবে।