ঢাকা, ১০ ডিসেম্বর: আজ ৬৪ তম বিশ্ব মানবাধিকার দিবস। মানুষের প্রতি মানুষের কর্তব্য, দায়িত্ব সর্বোপরি মানবতার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদার সাথে দিনটি পালিত হবে। মানুষের প্রতি মানুষের সহমর্মিতা এবং মানবতাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সমন্বয়ে ঘোষিত হয় সার্বজনীন মানবাধিকার ঘোষণা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতি ও রাষ্ট্রের মধ্যে বিভেদ দূর করার লক্ষ্যে মানবাধিকার ঘোষণাটি ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রতি বছরের মতো এবারো জাতীয় মানবাধিকার সংগঠনসহ চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় নানা কর্মসূচির আয়োজন করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, মানববন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, পোস্টার, স্মরণিকা প্রকাশ, মানবাধিকার বিষয়ক নাট্যানুষ্ঠান, রক্তদান কর্মসূচি, রচনা প্রতিযোগিতা, মানবাধিকার বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে মানবাধিকার বাস্তবায়নে জনগণকে সচেতন করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
এ উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের বিচার করার মাধ্যমে দেশে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ উপলক্ষে এক বাণীতে মানুষের অধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন।