ঢাকা, ৩০ এপ্রিল: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সঙ্গে দেখা করেছেন তার তিন আইনজীবী।
সোমবার বিকেলে বিএনপি নেতা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে মির্জা ফখরুরের জামিন সম্পর্কে আলোচনা করেন। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন।
রোববার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতাল চলাকালে সচিবালয়ে বোমা বিস্ফোরণ এবং তেজগাঁওয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ ও তেজগাঁও থানায় পৃথক মামলায় মির্জা ফখরুলকে হুকুমের আসামি করা হয়। মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোট নেতাদের নামে রোববার রাত ও সোমবার সকালে দু’টি মামলা দায়েরের পর অভিযুক্তদের বাসায় বাসায় পুলিশ তল্লাসী শুরু করলে খালেদা জিয়া মওদুদকে ডেকে আগাম জামিন চাওয়ার পরামর্শ দেন।