ঢাকা, ৩০ এপ্রিল: নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে বুধবার সন্ধ্যা ছয়টায় গণভবনে সাক্ষাতের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেছেন।
সোমবার সকালে বনানীর নিজ বাসা (সিলেট হাউজে) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানান। তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে বলেন, “তিনি স্বজন হারানোর বেদনা বোঝেন। সুযোগ পেলে আমি প্রধানমন্ত্রীর কাছে দেখা করে ইলিয়াসকে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করার জন্য আবেদন করবো। প্রধানমন্ত্রী তাকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিলে আমরা চিরজীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো।”
তিনি বলেন, “সংবাদপত্রে ইলিয়াস আলীকে মুক্তির ব্যাপারে বিভিন্ন শর্তের কথা জেনেছি। যদি সে রকম কোনো শর্ত থেকে থাকে, তাহলে যেকোনো শর্তে তাকে ফিরে পেতে চাই। সম্পদ, ক্ষমতা কিছুই চাই না।”
ইলিয়াস আলীর স্ত্রী তার পরিবারের অবস্থা তুলে ধরে বলেন, “আমরা এখন চরম অনিশ্চতার মধ্যে বাস করছি। আমার সন্তানদের মুখের দিকে তাকাতে পারি না। বড় ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ছোট ছেলে স্কুলে যায়, আর একমাত্র শিশু কন্যাকে স্কুলে পাঠাতে সাহস হয় না। সন্তানদের নিয়ে আমি চরম আতঙ্কে রয়েছি।”