ঢাকা, ১১ ডিসেম্বর: অবরোধের সহিংসতার মামলায় গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। মঙ্গলবার তাকে মহানগর হাকিমের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) গাজী রবিউল ইসলাম।
তিনি জানান, রবিবার অবরোধে সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন লাগানোর মামলায় সোমবার মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্টন থানায় মামলাটি করেছেন সিটি করপোরেশনের একজন গাড়িচালক মো. আয়নাল। এ মামলায় বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীসহ আরো দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এদিকে ডিসি ডিবি মনিরুল ইসলাম জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রবিবার রাতে ও সোমবার করা ৩৮টি মামলাতেই আসামি করা হবে।