ঢাকা, ১১ ডিসেম্বর : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রয়োজনে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার করবে পুলিশ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হরতাল বিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, কেউই আইনের উর্দ্ধে নয়। গত কয়েক দিনের জামায়াত-বিএনপি সংঘর্ষের দায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া কোন ভাবেই এড়াতে পারেন না।
বিরোধী দল পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, গত কয়েকদিনের সংঘর্ষ হরতাল অবরোধ ও মানুষ হত্যার মধ্য দিয়ে বিরোধী দল দেশকে পরিকল্পিত ভাবে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
কোন দলের মহাসচিবও যদি অপরাধ করে, খুন করে তবে তাকে কি গ্রেফতার করা যাবে না? এমন প্রশ্ন করে হানিফ আরো বলেন, কেউ আইনের উর্দ্ধে নয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়েছে।
আজকের হরতালের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি আসলে স্বাধীনতা মেনে নিতে পারে নি উল্লেখ করে হানিফ বলেন, বিজয়ের মাসে এ ধরণের কর্মসূচি অনাকাঙ্খিত। বিরোধী দল এ ধরণের কর্মসূচি দিচ্ছে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য।
বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।
সাধারণ মানুষের সমর্থন নেই বলে তারা চোরা গোপ্তা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ঘরে আটকে রাখতে চায় অভিযোগ করে তিনি বলেন, ‘জনগণ হরতাল প্রত্যাখান করেছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে, অফিস আদালত স্বাভাবিকভাবে চলছে। শুধু স্কুল বন্ধ রাখা হয়েছে যাতে শিশুরা সহিংসতার মধ্যে না পড়ে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রে বিশ্বাস করে। সে জন্য বার বার সংসদের ফেরার আহ্বান জানিয়েছি কিন্তু তারা সংসদে আসে নি। অথচ তারা সরকারের সব সুযোগ সুবিধা নিচ্ছে। সরকারি টাকায় বিদেশ সফর করছে। আমরা তাদের আবারো সংসদে এসে কথা বলার আহ্বান জানাচ্ছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আফম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা একেএম এনামুল হক শামীম, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।