বার্তা৭১ডটকমঃ বাংলাদেশে রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে এমন ভিডিও দেখার সুযোগ গুগল বন্ধ করে দেবে এমন শর্তে ডিসেম্বরের শেষদিকে বাংলাদেশে ইউটিউব পুনরায় চালু হচ্ছে। এছাড়া বিকল্প সার্ভারের মাধ্যমে ও বিশেষ প্রক্রিয়ায় এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসির নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে আবার ইউটিউব চালু করতে আগ্রহী হয়েছে গুগল।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস সাংবাদিকদের জানান, ডিসেম্বরের শেষদিকে বাংলাদেশে ইউটিউব খুলে দেয়া হতে পারে।
তিনি বলেন, আলাদা সার্ভার থাকলে সহজে নিয়ন্ত্রণের মাধ্যমে যেকোনো আপত্তিকর ভিডিও দেখার সুযোগ বন্ধ করে দিয়ে দেশে ইউটিউব চালানো সম্ভব।
প্রসঙ্গত, চলতি বছরের ২৩ জুন যুক্তরাষ্ট্রে গুগলের মাধ্যমে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিভিন্ন মুসলিম দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ইসলাম ও হজরত মোহাম্মদ (স.)-কে অবমাননা করে নির্মিত ওই চলচ্চিত্রের ভিডিও সরিয়ে নিতে সরকারের হয়ে বিটিআরসি গুগলকে চিঠি দেয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ইউটিউবের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি।