বার্তা৭১ডটকমঃ পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ওয়েব সাইটে সাইবার হামলা করেছে বাংলাদেশী একদল হ্যাকার।
কিছুদিন আগে স্যাডো০০৮ নামে পাকিস্তানি এক হ্যাকার বাংলাদেশের কয়েকটি ওয়েব সাইট হ্যাক করেছিল। এর জবাবে এ সাইবার হামলা চালানো হয় বলে বাংলাদেশি হ্যাকাররা দাবি করেছেন। বাংলাদেশি এ সব হ্যাকার নিজেদেরকে ক্রাক-ব্রেইন, রোটেটিং রোটর এবং অ্যাব্লেজ এভার নামে পরিচয় দিয়েছেন।
পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকাররা সেখানে একটি বার্তা সংযুক্ত করেছেন। ওই বার্তায় বলা হয়েছে,বাংলাদেশের ওয়েব সাইটে হামলার সঙ্গে জড়িত হ্যাকারকে পাকিস্তান সরকারের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) খুঁজে বের না করলে এ ধরনের আরো সাইবার হামলা চালানো হবে। তবে, পাঞ্জাবের প্রাদেশিক আইনসভার ওই ওয়েবসাইটটি হ্যাক হওয়ার এক ঘণ্টার মধ্যে তা সচল করেছেন পাকিস্তানি প্রযুক্তিবিদরা।
এর আগে পাকিস্তানি হ্যাকাররা চীনের চারশ’ ও ইসরাইলি ৩০টি ওয়েব সাইটে সাইবার হামলা করেছে।