ঢাকা: ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী ইন্তেকাল করেছেন। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মঙ্গলবার রাতে মারা যান তিনি।
(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক মাওলানা ওয়াসেল বার্তা ৭১ কে জানান, রাত ১২টা ১৫ মিনিটে হাসপাতালে মারা যান মুফতী আমিনী।
ওয়াসেল জানান, এশার নামাজের পর তিনি দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন মুফতি আমিনী। এসময় হঠাৎ করেই তার বুকে ব্যাথা অনুভব করেন।দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।