
রংপুর, ১ মে: গভীর রাতে রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়। এতে আহত হয়েছে ৯০ জন। গ্রেফতার হয়েছে ৪৮ জন।
জানা যায়, রংপুর মেডিকেল কলেজের শহীদ জিয়াউর রহমান হলের অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের ১৪টি রুমের সিট বরাদ্দ প্রশাসন বাতিল করে ছাত্রলীগের নামে বরাদ্দ দেয়। এই নিয়ে উত্তেজনা চলছিল। রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ নেতা মিরাজের নেতৃত্বে দুই শতাধিক বহিরাগত চাপাতি হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে হলের দোতালায় গিয়ে শিবিরের ওপর হামলা চালায়। শিবিরের নেতাকর্মীরা তিনতলায় গিয়ে আশ্রয় নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগ দোতালার করিডোরে আগুন জ্বালিয়ে রুম ভাঙচুর শুরু করে। তার দোতালার ১৪টি রুমে ভাঙচুর চালায়।
রাত পৌনে ১টার দিকে পুলিশ হোস্টেলে ঢুকে শতাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু । এসময় শিবির নেতা আলাউদ্দিনসহ অন্তত ৯০ জন আহত হয়। এসময় পুলিশ হোস্টেল থেকে রংপুর মেডিকেল কলেজ সভাপতি সালাহউদ্দিনসহ ৪৮ জনকে গ্রেফতার করে। পরে মেডিকেল কলেজের বিভিন্ন হোস্টেলে পুলিশ অভিযান চালায়।