বার্তা৭১ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুর কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে।
বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে তাকে কাশিমপুর কারাগারে নেয়া হয় বলে গাজীপুর চৌরাস্তা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজাত হোসেন জাস্ট নিউজবিডি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
এই বছর এ নিয়ে দ্বিতীয়বার কারাগারে যেতে হলো ফখরুলকে। হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় বছরের মাঝামাঝিতে এক মাস কারাগারে থাকতে হয়েছিল তাকে, পরে জামিনে বেরিয়ে আসেন তিনি।
মঙ্গলবার হরতালের আগে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে।