বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ঢাকা, ১৬ ডিসেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শীতকালীন ছুটি শুরু হয়েছে। রবিবার থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত টানা ১৫ দিনের ছুটিতে সকল ক্লাশ বন্ধ থাকবে। তবে পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চালু থাকবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকতা জানান, প্রশাসনিক কোন ছুটি না থাকায় কেবল সরকারী ছুটির দিন প্রশাসনিককার্যক্রম বন্ধ থাকবে। তবে যথানিয়মে লাইব্রেরী খোলা থাকবে।
শীতকালীন ছুটিতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের হল ছেড়েছে অনেক শিক্ষার্থী। তাই হলগুলোতে ও ক্যাম্পাসে প্রাণ চাঞ্চলতা কমে যাচ্ছে। তবে বিজয়দিবসের বিভিন্ন কর্মসূচীর কারনে প্রতিদিনই ঢাবি ক্যাম্পাসে প্রচুর বহিরাগত লোকের আগমনে ক্যাম্পাস থাকছে প্রাণচাঞ্জল্য।