ঢাকা, ১২ ডিসেম্বর : ১৮ দলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ফজলুল হক আমিনীর দাফন সম্পন্ন হয়েছে। তাকে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর লালবাগ জামেয়া কোরআনিয়া মাদ্রাসার গোরস্থানে সমাহিত করা হয়।
এর আগে বেলা সাড়ে ৩টায় জাতীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুল হাই। লক্ষাধিক মানুষ মুফতি আমিনীর জানাযায় অংশ নেন।
মঙ্গলবার রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন মুফতি আমিনী। মৃত্যুর পূর্ব পর্যন্ত লালবাগ জামেয়া কোরআনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।
মুফতি আমিনীর জানাজায় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, এমকে আনোয়ার, ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এমপি। এছাড়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, চরমোনাইয়ের পীর মাওলানা রেজাউল করীম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ ইসহাক, খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ, মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানসহ দেশের প্রায় সব ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বরেণ্য ইসলামী ব্যক্তি।
দুপুরের আগ থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মুফতি আমিনীর ভক্তবৃন্দ, বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকেন।
জানাজায় জড়ো হওয়া লক্ষাধিক লোকের জমায়েত জাতীয় ঈদগাহ মাঠ ও সংলগ্ন রাজপথ ছাপিয়ে একদিকে মৎস্যভবন ও অপরদিকে শিক্ষা ভবন পর্যন্ত বিস্তার লাভ করে। জানাজায় সমবেত লোকের ভিড়ের কারণে শাহবাগ থেকে দোয়েল চত্বর ও দৈনিক বাংলা মোড় পর্যন্ত পুরো রাস্তা বন্ধ হয়ে যায়।