ঢাকা, ১২ ডিসেম্বর: বিচারপতি ফজলে কবীরের স্থলে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন ওই ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি ওবায়দুল হাসান।
আর ফজলে কবীর চলে আসায় দ্বিতীয় ট্রাইব্যুনালে খালি হওয়া পদে নিয়োগ পাচ্ছেন হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বলেন, যে নতুন বিচারপতি ট্রাইব্যুনালে যাবেন, তার বিষয়ে মন্ত্রণালয় থেকে সুপরিশ চেয়ে একটি চিঠি এসেছে। ওই চিঠি সুপারিশসহ আবার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ট্রাইব্যুনালে নতুন বিচারক নিয়োগ দেবেন।
স্কাইপে এক ব্যক্তির সঙ্গে কথিত কথপোকথন নিয়ে বিতর্কের মুখে বুধবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন বিচারপতি নিজামুল হক।