ঢাকা, ১২ ডিসেম্বর: রাজধানীর এলিফ্যান্ট রোড ও মহাখালীতে দু’টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এলিফ্যান্ট রোডে একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। পরে অগ্নিনির্বাপক বাহিনী এসে আগুন নেভানোর আগেই কারটি পুড়ে যায়।
সন্ধ্যায় মহাখালীতে সেতু ভবনের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়।
তেজগাও ফায়ার স্টেশনের কর্মকর্তা আবুল হাসেম জানান, বনানী থেকে মিরপুর ১৪ রুটে চলাচলকারী একটি বাসে সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুন দেয় দুষ্কৃতকারীরা। পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবিতে বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে ১৮ দল। রোববার রাজপথ অবরোধের সময় একটি গাড়িতে আগুন দেয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার হরতালের আগের দিনও রাজধানীসহ বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। এজন্য বিরোধী দলের কর্মীদের দায়ী করছে পুলিশ।