ঢাকা: রাজধানীর কাঁটাবন মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলিফ্যান্ড রোডের এক ব্যবসায়ী বার্তা ৭১ কে জানান, রাত ১২টা ৩ মিনিটে দুই থেকে তিনজন যুবক মোটরসাইকেলে এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।