ঢাকা, ১২ ডিসেম্বর : ২০১২ সালের ভর্তিতে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভর্তি ফি ফেরত বা সমন্বয় করার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় মনিপুর স্কুল এন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের এমপিও স্থগিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
পাশাপাশি তাদের এমপিও কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তার কারণ দর্শানোর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।