ঢাকা, ১২ ডিসেম্বর: প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে অবসরের দাবিতে ১৭ ডিসেম্বর ঢাকায় আধাবেলা হরতাল ডেকেছে ‘গড়বো বাংলাদেশ’ নামক একটি সংগঠন।
বুধবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তণে এক সংবাদ সম্মেলনে এই হরতালের ঘোষণা দেন সংগঠনটির মুখপত্র কামরুল হাসান নাসিম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মুখোশে সৈরতান্ত্রিক শাসন কায়েম করেছেন। তারা মুখে গণতন্ত্রের কথা বলেন কার্যত তারা দুজনেই স্বৈরশাসক। দুজনের দল দুটি এখন কূটনীতি নির্ভর রাজনৈতিক দল হয়ে পড়েছে।
তিনি আরও বলেন দেশের এই প্রধাণ দুটি দল নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারলেও ১৬ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে তারা কার্যকর কোন ভূমিকা রাখতে পারবে না। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য দুদল এখন রাজনীতি করছে। তাই এই দুই নেত্রীর রাজনীতি থেকে অবসরের দাবিতে আগামী ১৭ ডিসেম্বরের হরতালকে সফল করার জন্য জনগনের প্রতি আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উদ্দোক্তা প্রফেসর ড. সাহেদা, এডভোকেট আবুল খায়ের, সফিকুল ইসলাম লিটন প্রমুখ।