সাবেক দুই ওয়ার্ড কাউন্সিলর নবীউল্লাহ নবী ও মোজাম্মেল হোসেনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের দেশব্যাপী হরতাল চলাকালে সকাল দশটার কিছু আগে দক্ষিণ যাত্রাবাড়ীর ১৫১/৪ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়।
হরতালের পক্ষে রাজপথে মিছিল করার সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাদের বের করে নিয়ে যায় পুলিশ।
তবে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী ও সাবেক কমিশনার মোজাম্মেলকে আটক নাকি কোন মামলায় গ্রেফতার তা নিশ্চিত করেননি যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।