ঢাকা, ১৩ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, পানি যাতে অপচয় না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
বৃহস্পতিবার সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
বৃষ্টির পানি ধরে রাখার ওপর গুরত্বারোপ করে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বৃষ্টির পানি ধরে রেখে সে পানি বাগানে দেয়া থেকে শুরু করে অন্যান্য কাজে ব্যবহারের মধ্যদিয়ে পানির সাশ্রয় করা সম্ভব।
তিনি বলেন, আমরা ইতিমধ্যেই বিভিন্ন নদী ড্রেজিংয়ের কাজ শুরু করেছি। সারাদেশের নদী ড্রেজিং করলে বুড়িগঙ্গার পানি আরো পরিষ্কার হবে। পদ্মা, মেঘনার পানি ব্যবহার করে পানি শোধনাগার তৈরি করা হবে। এতে করে পানি সমস্যা অনেকাংশে কমে যাবে।
দেশের জনগণের খাদ্য, পুষ্টি ও পানির বিশুদ্ধতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী সায়েদাবাদ ওয়াটার প্লান্টের কাজ সম্পন্ন করতে সহায়তা করার জন্য ডেনমার্ক সরকার ও দাতা সংস্থাগুলোকে ধন্যবাদ জানান। এই প্ল্যান্ট থেকে আরো সাড়ে ২২ কোটি লিটার পানি উৎপাদিত হবে। এবং এর ফলে ঢাকার পানি সমস্যা সমাধানে অনেকাংশে সহায়ক হবে।
অনুষ্ঠানে এলজিআরডিমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এমপি হাবিবুর রহমান মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছলেন।