বিনোদন ডেস্ক,(বার্তা৭১ডটকম) :বলিউডি অভিনেত্রীরা অভিনয় যতটুকুই জানুক না কেন, নাচ তাদের জানতেই হবে। এমনকি অনেক নায়িকা নাচ শিখে তবেই আসেন বলিউডে পারফর্ম করতে। আগে যাও নাচের প্রাধান্যটা একটু কম ছিল, কিন্তু ২০১০ সালের পর থেকে আইটেম গানের উপর যে পরিমাণ প্রাধান্য দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে একজন নায়িকাকে অবশ্যই নাচ শিখতে হবে। সানি লিওনও এখন বলিউডের অন্যতম অভিনেত্রী। কিন্তু পর্নোগ্রাফি থেকে আসার কারণে পরিচিতি পেতে নাচের অভিজ্ঞতার প্রয়োজন হয়নি। কিন্তু এভাবে কতদিন চলবে। নিজের ইচ্ছেতেই লেগে গেছেন নাচ শিখতে। প্রায় এক মাস ধরে নিয়মিত নাচের পেছনে সময় দিচ্ছেন তিনি। আর তার ফলস্বরূপ দেখা যাবে নতুন বছর উপলক্ষে আয়োজিত এক স্টেজ শো’তে।