বার্তা৭১ডটকমঃ রাজধানীর যাত্রাবাড়ির কোনাবাড়ি এলাকায় বাগিচা রোডের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে শিশুসহ ১০ জন আহত হয়েছে । আহতরা হলেন তাছলিমা (২২),নাজমা (২২),তানভির(২৩),পারুল (২৭),ওমর ফারুক (৩৫),নাঈম (৩),সুস্মিতা (৪),আরমান (৪)সহ ১০ জন ।
শুক্রবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে ।
জানা যায়, ভোরে রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিষ্ফোরিত হয়।
শিশুসহ একই পরিবারের ৬ জনসহ ১০জন আহত হয় ।
আহতদের সকাল ৮.৩০টায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়ে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এদের মধ্যে নাজমা ও ওমর ফারুকের অবস্থা আশঙ্কাজনক ।