আগামী বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান। বুধবারের বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। রোববারের গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলারও নিন্দা জানান রিজভী।
এই দুটি মামলা ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।