বার্তা৭১ডটকমঃ সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার হরতালের মধ্যে লেনদেনে সূচক বেড়েছে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বেশিরভাগ ব্রোকারেজ হাউজ লগইন করায় সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৮৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৫ পয়েন্ট বেশি। হাতবদল হয় প্রায় ১৭৬ কোটি টাকার শেয়ার ও মিউঁচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৮৩টির শেয়ারের, কমে ৪৭টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম।
বুধবার লেনদেন শেষে ডিএসই সূচকে যোগ হয় প্রায় ১৫ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৯৯ কোটি টাকার শেয়ার ও মিউঁচুয়াল ফান্ড। সপ্তাহের তৃতীয় দিন হরতালের মধ্যে লেনদেনে ডিএসই সূচকে যোগ হয় প্রায় ৪০ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৬০ কোটি টাকার শেয়ার ও মিউঁচুয়াল ফান্ড। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমে প্রায় ৯ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ২১০ কোটি টাকার শেয়ার ও মিউঁচুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন কারিগরি ত্র�টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর লেনদেন শুরু হওয়ার পর সূচক কমে প্রায় ৪৮ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ২১৩ কোটি টাকার শেয়ার ও মিউঁচুয়াল ফান্ড। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩ দশমিক ৪৩ শতাংশ বা প্রায় ১৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৩০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ২.৭৩ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১ দশমিক ৬২ শতাংশ বা প্রায় ৬৭.০২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭.৭১ শতাংশ কম।