বার্তা৭১ডটকমঃ বিএনপি-জামায়াত গৃহযুদ্ধ বাধাতে চাইছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, বিএনপি-জামায়াত হরতালের নামে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। তারা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে। একাত্তরের মতো যুদ্ধ বাধানোর চেষ্টা করছে।
শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।