হবিগঞ্জ, ১৪ ডিসেম্বর : হবিগঞ্জে ঢাকা-সিলেট রেলসড়কের শাহজিবাজার রেলওয়ে স্টেশনে আউটার সিগন্যালের কাছে শুক্রবার রাতে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন মাস্টার মাজহারুল ইসলাম বার্তা ৭১ কে জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে শাহজিবাজার রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।
ট্রেনটি স্টেশনের আউটার সিগন্যাল থেকে কিছুদূরে যাওয়া মাত্র ২টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে শায়েস্তাগঞ্জ জংশনে ঢাকাগামী পারাবত ট্রেনসহ বিভিন্ন স্টেশনে ঢাকা ও সিলেটগামী ট্রেন আটকা পড়ে।
মাজহারুল ইসলাম আরো জানান, ইতোমধ্যে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন শাহজিবাজারের উদ্দেশে রওয়ানা হয়েছে। ট্রেনটি এলেই উদ্ধার কাজ শুরু হবে।