সিলেট, ১৫ ডিসেম্বর : বিএনপির অবরোধ চলাকালে পথচারী বিশ্বজিৎ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উৎপাল ও শাওন নামে আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে সিলেটের জাফলং-এ একটি পর্যটন হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ । এই ঘটনায় সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে এই হত্যাকান্ডে মামলায় চার আসামিকে গ্রেফতার দেখানো হয়।
আসামিরা হলো মামুন-অর-রশীদ, মো. ফারুক হোসেন, কাজী নাহিদুজ্জামান এবং মোসলেহ উদ্দিন মুসলেম।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আশিকুর রহমান আসামিদের বিশ্বজিৎ দাস হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদেশ দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মাহবুবুল আলম তার প্রতিবেদনে বলেন, ওই চার আসামি হত্যাকান্ডে জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে।
ঘটনার সময়ে ভিডিও ফুটেজ, অন্যন্য তথ্য-উপাত্ত যাচাই করার পর আসামিদের রিমান্ডের আবেদন করা হবে।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান বার্তা ৭১ কে জানান, আসামিদের গত ১১ ডিসেম্বর ৫৪ ধারায় তাদের কোতোয়ালি থানায় গ্রেফতার করা হয়।
গত ১২ ডিসেম্বর আঠার দলের সমর্থনে পিকেটিং করা অবস্থায় ঢাকার আদালতপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে প্রতিবেদনসহ কোতোয়ালি থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে।